
বিনোদন প্রতিবেদক: গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় অনিক বিশ্বাস পরিচালিত ছবি 'খোদা হাফেজ' এর টিজার।
ছবির টিজার মুক্তিতে সংবাদ সম্মেলন করেন পরিচালক অনিক বিশ্বাস।
'খোদা হাফেজ' ছবিতে নতুন জুটি হয়েছেন নিপা আহমেদ রিয়েলী ও দিদার। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক আবদুল কাদের দিদারের।
ছবি সম্পর্কে জানতে চাইলে, পরিচালক জানান, ঈদ টার্গেট করে ভরপুর অ্যাকশনে ‘খোদা হাফেজ’ নামে একটি ছবি মুক্তির ঘোষণা দিয়েছি। পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি আমার এই সিনেমা রিলিজের জন্য ঈদই উত্তম সময়। এ ছবিতে দিদারের নায়িকা নিপা রিয়েলি। আরও আছেন সাঞ্জু জন, আমান রেজা, যুবরাজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে চিত্র নায়িকার অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন। তিনি অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি।







































