
উম্মে সালমা: গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার চট্টগ্রামের সদস্যদের নিয়ে মাসিক সাহিত্য আড্ডা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব।
সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে এই আয়োজন। সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি করেন সদস্য ঋতু দে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সদস্য আবুল কাসেম।
অংশগ্রহণকারী একজন নবীন সদস্য বলেন, মাসিক সাহিত্য আড্ডায় যাওয়া মানেই নতুন অভিজ্ঞতা অর্জন করা। এই সাহিত্য আড্ডাগুলো
নতুনভাবে আমাদের উৎসাহ জোগায়, লেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আলোচনা পর্ব শেষে সরব চা চক্রে যুক্ত হয়ে আয়োজনের ইতি ঘটে।






































