
রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজের প্রতিষ্ঠার ৪০ বছর বা ‘রুবি জয়ন্তী’ আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই আয়োজনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবার অংশগ্রহণের সুযোগ পাবেন।
গত শনিবার (৩ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে উদযাপন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আয়োজকরা অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ও সময়সীমা ঘোষণা করা হয়েছে : বর্তমান শিক্ষার্থী: ১,০০০ টাকা। প্রাক্তন শিক্ষার্থী: ২,০০০ টাকা। পরিবার (স্বামী/স্ত্রী বা সন্তান): জনপ্রতি ৫০০ টাকা।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
বরেন্দ্র কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র ও রাঙ্গাপরী গ্রুপের চেয়ারম্যান মাসুম সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে পিপঁড়া ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক ফরহাদ হোসেন আদনানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৪০ বছরের এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে নানা সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানটি সফল করতে বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন কর্তৃপক্ষ






































