
শুধু ফ্যাসিস্ট নয়, যারা ধর্মের আড়ালে রাজনীতি করে তাদের বিষয়েও সজাগ থাকতে বলেছেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রস্তুত থাকতে হবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায়।
সোমবার (৮ ডিসেম্বর) যাত্রাবাড়ী এবং ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নবীউল্লাহ নবী আরও বলেন, নির্বাচন কেন্দ্র করে অফলাইন এবং অনলাইন সব জায়গায় সক্রিয় থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে যারা প্রোপাগান্ডা বা গুজব ছড়াচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, ধানের শীষের গণজোয়ারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। আমরা জাতীয়তাবাদী শক্তি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ।







































