
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) গোপালনগর ইউনিয়নের কালিতলা বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকারের সভাপতিত্বে ও গোপালনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাম মোহাম্মদ প্যারিস।
কর্মশালায় বিএনপি ঘোষিত ৩১দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড পরিবেশ নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বক্তারা বলেন,দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনা। সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা তৃণমূল পর্যায়ে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ছাত্রদল নেতা জিন্নাহুর রাকিব,
এছাড়া ও আরো উপস্হিত ছিলেন ধুনট উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





























