
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ এর বিস্তীর্ণ হাওরপাড় তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা,প্রকৃতির আঘাত, বন্যা-ঝড় এবং সামাজিক অনিশ্চয়তার মাঝেও মানুষের পাশে দাঁড়ানো নেতা কেবল একজন রাজনীতিবিদ নয়,তিনি মানুষের দুর্দিনের সহযোদ্ধা,ফসলের প্রহরী এবং স্বপ্নের রক্ষক তিনি হলেন কামরুজ্জামান কামরুল।
সম্প্রতি বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় জনমনে হতাশা দেখা দিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছেন।এই পরিস্থিতিতে নেতাকর্মীদের উত্সাহ এবং জনমনের আস্থা ধরে রাখতে, পাশাপাশি বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কামরুল নির্বাচনী এলাকায় পথসভা করে যাচ্ছেন।যেখানে যেখানেই তার পথসভা হয়, মুহূর্তের মধ্যে সেখানই ভরে ওঠে জনসমুদ্র। সীমান্তগ্রাম থেকে অজপাড়া, মধ্যনগর ও ধর্মপাশা প্রতি গ্রামে মানুষ মঞ্চের চারপাশে ঘিরে দাঁড়ান।
প্রবীণ কৃষকরা লাঠি ভর করে আসেন, যুবকরা মোটরসাইকেল মিছিলের সঙ্গে মঞ্চের দিকে এগোতে থাকেন, নারীরা ঘর ছেড়ে দাঁড়ান।জনতার চোখে জ্বলজ্বলে ভরসা,মুখে একক কণ্ঠে স্লোগান “দুর্দিনের কামরুল ভাই, আমরা তোমায় ভুলি নাই।
ছাত্রনেতা হিসেবে যাত্রা শুরু করা এই নেতা,ফসল রক্ষা, বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় কাদা-জলে হাঁটু ডুবিয়ে কৃষকের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রমাণ করেছেন,তিনি কেবল রাজনীতিবিদ নন,বরং হাওরপাড়ের মানুষের জীবনের অটল প্রতিশ্রুতি। তাহিরপুরের প্রবীণ কৃষকরা বলেন, “বাঁধে কামরুলকে দেখলেই মনে হয় এবার বাঁচবে আমাদের ফসল।
রাজনীতিতে তিনি সবসময় অগ্রযাত্রী। দমন-পীড়ন ও গ্রেফতারির ভয়কে জয় করেছেন,তৃণমূল নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং দলীয় শৃঙ্খলা অটল রেখেছেন। বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠন রূপরেখা প্রচারে তার দৃঢ় নেতৃত্ব হাওরপাড়ে জনআস্থা আরও মজবুত করেছে।
আজ হাওরের মানুষ একবাক্যে বলে কামরুল শুধু নেতা নন,তিনি আমাদের আশা,স্বপ্ন এবং নিরাপত্তার প্রতীক। ফসল রক্ষা,আন্দোলনের নেতৃত্ব এবং মানুষের পাশে থাকার এই সব কর্মকাণ্ড তাকে করে তুলেছে হাওরপাড়ের স্বপ্নের প্রহরী। সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী এই জননেতা শুধু অতীতের নেতা নন,বরং হাওরপাড়ের মানুষের ভবিষ্যতের শক্তিশালী নেতৃত্ব, অবিচল আস্থা ও অনন্য রক্ষক।





























