
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার শাসনগাঁও এলাকার সিরাজ বেপারী বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চলোনো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মাইনুল ইসলাম পাবেল (৩৭)। তিনি শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




























