
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফুলপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও সদস্য সচিব আশরাফুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমুয়াকান্দা মোড়ে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, আব্দুল কাদির জিলানী, আলমগীর হোসেন, শামসুদ্দিন, বিল্লাল হোসেন, মুজিবুর রহমান, সুজন সরকার, জয়নাল খাঁ, দেলোয়ার হোসেন, সোহেল মিয়া, জাহিদ মিয়া, উপজেলা শ্রমিক দল নেতা আব্দুল সাত্তার ও আবু হানিফসহ পৌর শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।





























