
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে পড়ে গেছি। আজ (রোববার, ৩ আগস্ট) ইতিহাস বিকৃত করে ও গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া একপাক্ষিক ঘোষণাপত্র প্রকাশের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ৫৪ বছর নিজেদের কুক্ষিগত করে রেখেছিল; তেমনি বর্তমানে কিছু নবীন দল চব্বিশের গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। অন্তর্বর্তী সরকার তাদের সব ভাবে সহায়তা করছে।’
মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘এনসিপি যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আর অন্তর্বর্তী সরকার সেই তারিখেই নির্বাচন দেবে; সেই নির্বাচনের তারিখ গণঅধিকার পরিষদ কখনোই মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপটে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনসহ ১৪ ও ১৫ বছর রাজনৈতিক দলগুলোর আপসহীন ভূমিকা স্পষ্ট হতে হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া জুলাই ঘোষণা প্রকাশিত হলে যমুনার অবস্থা হবে গণভবনের মতো।’







































