
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জোড়পুকুরিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বিএনপি নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা খন্দকার, ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোজাম হোসেন, বিএনপি নেতা এনামুল হক বেলু, মহিবুল ইসলাম, সেন্টু প্রমুখ।জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।





























