
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স কল্যান ক্লাবে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিক, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আবদুল মজিদ, গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু ওসির প্রতিনিধি এস আই অনন্ত কুমার বর্মন প্রমুখ।
এসময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মীগণ এসময় গণভোট বিষয়ে ভোটারদের বোঝাতে বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালাতে পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোট সম্পর্কে ভোটারদের অবহিত করতে বিশেষ ভাবে প্রচার প্রচারনা চালাতে সাংবাদিকদের আহবান করেন। এছাড়াও তিনি ইতিমধ্যে সরকারি ও বেসরকারিভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে গণভোটে প্রচার প্রচারনা শুরু করেছেন বলে সভায় উল্লেখ করেন। ভোটের আগ মূহুর্ত পর্যন্ত এটি চলমান থাববেও বলে তিনি জানান।





























