
পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো। এতে ব্যাহত হয়েছে উৎপাদন, দেখা দিয়েছে রপ্তানি আয় কমার শঙ্কা।
গ্যাস সংকটে সময়মত পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাজার হারানোর উদ্বেগে উদ্যোক্তারা।
ব্যবসায়ীদের তথ্য বলছে, দেশে দিনে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি। শিল্পকারখানায় ১০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস।
এদিকে গ্যাস সংকটে গত ৯ মাসে দেশের প্রায় দুইশ কারখানা বন্ধ রয়েছে।
অন্যদিকে, অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় ১০ শতাংশ গ্যাস। এ অবস্থায় শিল্পখাতে সংকট কাটাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি করছেন ব্যবসায়ীরা।
































