
স্টাফ রিপোর্টার:
হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি বলেছেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের অন্যতম লক্ষ্যই হলো মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান,শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন,দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু ভোটার নন,পরিবর্তনের শক্তি।তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন,হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত।বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা মানুষের জীবনযাত্রা নিয়ে কেউ ভাবে না। আমরা ক্ষমতায় এলে হাওরকেন্দ্রিক বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করে কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করব।
আনিসুল হক অভিযোগ করেন,দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তারা জানে না বিএনপির সঙ্গে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া তো দূরের কথা,ভোটের মাঠে তারা বিএনপির ধারে কাছেও পৌঁছাতে পারবে না। বিএনপি জনগণের দল,জনবান্ধব দল। বিএনপির মূল শক্তি হলো জনগণ। ইনশাআল্লাহ, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।
সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,মহিলা দল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























