
জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের যত্নে রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগীর প্লাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকিসহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। চোখে রক্তজমাট, রক্তবমিসহ উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই বলছেন, জ্বর ছেড়ে যাওয়ার পর রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়াসহ শারীরিক নানা জটিলতা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক কর্নেল ডা. তানভীর আহমেদ বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা.খান আবুল কালাম আজাদ বলেন, প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নিতে হবে।







































