
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে হাই স্কুল খেলার মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে, একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা (ইউএনও) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (অসি) সোহেল খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া (পিআইও) উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং শারীরিক কসরত প্যারেড গ্রাউন্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্বাধীনতার সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মহান বিজয় দিবসের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুরো অষ্টগ্রাম উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।







































