
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার গোপালপুরে স্থানীয় মাইক্রো চালক সমিতির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গোপালপুর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে গোপালপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা মে শুধু একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। বাংলাদেশসহ সারাবিশ্বে দিনটি শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উদযাপন করা হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাইক্রো চালক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান চান্দু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য বিপ্লব কুমার ঘোষসহ মালিক, চালক ও বিভিন্ন পেশার শ্রমিক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনে শহীদ সকল শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।





























