
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস -২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী
দিবসটি উপলক্ষে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, শ্রীপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফখরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, কৃষকদলের আহবায়ক রোমানুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ এনায়েত হোসেন প্রমুখ।
এছাড়াও শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।







































