
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি খননযন্ত্র , ৩টি ট্রলি ও উত্তোলিত একটি বালুর স্তুপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নের শিমুলতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।
স্থানীয় সুত্রে জানা যায়, শিমুলতলী এলাকায় সুমন আকন্দ ওরফে মাটি সুমন নামে এক বালু খেকু রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে অভিযোগ আছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে খননযন্ত্র ও বালু পরিবহনের ৩টি ট্রলি ও উত্তোলিত বালু জব্দ করা হয়। অভিযান চলাকালে কাউকে না পাওয়ার আটক করা যায়নি।
কারা বালি উত্তোলন করছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, যার কারণে কারা এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত জানা যায়নি।
তিনি বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























