
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ (৪) আসনে, ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন কাজি রেহা কবির সিনেমা|
তিনি ফুটবল প্রতীক হাতে পেয়ে, আজ বুধবার সন্ধ্যা ৭,৩০ মিনিটে বেপরোয়া ভাবে অর্ধশত মোটরসাইকেল দিয়ে শোডাউন দিতে শুরু করেছেন।
সেই সাথে মোটর সাইকেলের হাইডোলিক হর্ন বাজিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে,মোটরসাইকেলের হাইড্রোলিক হর্নের কারণে বাসা বাড়ির ছোট ছোট কোমলমতি শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করেছেন,সেই সাথে তার গাড়ি বহরের সামনে এবং পিছনে থাকা মোটরসাইকেল ও হ্যান্ড মাইকের উচ্চ শব্দের কারণে শিশু-কিশোর সহ বয়স্ক বৃদ্ধারা নানা অসুবিধার সম্মুখীন হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা বাসি মনে করেন নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর অধিকার সবারই আছে তবে এইভাবে শব্দ দূষণ করে রাস্তা এবং বাসাবাড়ির শিশু কিশোর সহ বৃদ্ধা মানুষদের যাতে কোন ধরনের ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
ইতিপূর্বেও কাজি রেহা কবির সিনেমা বেপরোয়া ভাবে সরকারি ভবন স্কুল কলেজ এমনকি মসজিদের গাছেও পোস্টার লাগিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তাও এক্সকেটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ বলেন,নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘন করলে, অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে |




























