
আজিজুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইশতেহার পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ীয়া আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।অনুষ্ঠানে দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে উপজেলায় যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন, তা বিস্তারিতভাবে তুলে ধরেন।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা উপস্থিত ছিলেন না।




























