
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু এবং বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট রুটে ফ্লাইট বহাল রাখার দাবিতে লন্ডনে সভা করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্তোরাঁয় সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক তকমা পাওয়ার ২৪ বছর পরও বিদেশি এয়ারলাইনসগুলো সেখানে নামতে পারছে না। এর ফলে প্রবাসীদের চড়া মূল্যে টিকিট কাটতে হচ্ছে এবং ম্যানচেস্টারের মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ করে দিয়ে তিন লাখ প্রবাসীকে ভোগান্তিতে ফেলা হয়েছে।
সভায় মূল বক্তব্য ও দাবি
অযৌক্তিক সিদ্ধান্ত: প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই বলেন, "ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধ করা সম্পূর্ণ অন্যায়। একটি পক্ষ সরকারকে বিভ্রান্ত করে প্রবাসীদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।"
ভাড়া বৈষম্য: সাংবাদিক নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, বিদেশি ফ্লাইট না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন-সিলেট রুটে যাত্রীপ্রতি ১৫০০ পাউন্ড পর্যন্ত ভাড়া আদায় করছে। এতে নতুন প্রজন্মের প্রবাসীরা দেশবিমুখ হয়ে পড়ছে।
আন্দোলনের হুঁশিয়ারি: কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর বলেন, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য রেমিট্যান্স পাঠানো বন্ধ ও বিমান বয়কটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক আলহাজ হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব আব্দুল বাছিত রফির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন : মাসুদ আহমদ (কো-কনভেনার, জিএসসি), নুরুল ইসলাম মাহবুব (সাবেক চেয়ারম্যান, জিএসসি), মোহাম্মদ আজম আলী (বিশিষ্ট রাজনীতিবিদ), মুফতি সৈয়দ মাহমুদ আলী, আব্দুল মুকিত, সৈয়দ কাহের প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ হারুনুর রশীদ সতর্ক করে বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি দ্রুত মেনে না নেওয়া হলে প্রবাসে ও দেশে একযোগে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।







































