
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভাধীন নাঙ্গলকোট মধ্যমপাড়া জামে মসজিদ কমিটি ও মুসুল্লিদের উদ্যোগে ২৪ জানুয়ারি সকালে খতমে শাফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে আয়োজিত এ খতমে শাফা ও দোয়া মাহফিলে নাঙ্গলকোটের বহু ওলামায়ে কেরাম, ইমাম, খতিব,মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিনেরনে সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় মসজিদের খতিব মাওলানা মোতালেব হোসাইন ছালেহীর উপস্থাপনায় মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান, মোনাজাত পরিচালনা করেন মৌকরার মরহুম পীর ছাহেব কেবলার জামাতা আলহাজ্ব হযরত মাওলানা ওমর ফারুক হেলালী।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রব,নাঙ্গলকোট উপজেলা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, বাননরের আলহাজ্ব মাওলানা সুফি আব্দুর রশিদ, নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব মাওলানা নুরুল আমিন,মৌকরা জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা আবুল হাশেম,নাঙ্গলকোট খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সের ক্যাশিয়ার আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক,সাংবাদিক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সহ বহু ওলামায়ে কেরাম।
খতমে শাফা উপলক্ষে দোয়া মোনাজাতে মসজিদ কমিটি, মুসুল্লি, কবরবাসি, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।





























