
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ সভা হয়। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন।
সভায় সভাপতির বক্তব্যে ডিসি রায়হান কবির বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে” তিনি জানান, ১৪ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে।
তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তাদের স্মরণে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন থাকবে।”
সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক আরও জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যৎ দুর্যোগে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে জন্য সবার সচেতন অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সভায় জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, এনসিপি, খেলাফত মজলিসসহ নানা রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভা শেষে কর্মসূচি চূড়ান্ত করা হয়।
১৪ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা। পরে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ
১৬ ডিসেম্বর কর্মসূচি সরকারি–বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা—শিল্পকলা একাডেমিতে আয়োজন।
জেলা প্রশাসন জানিয়েছে, বিজয় দিবসকে কেন্দ্র করে আরও নানা কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।





























