
নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ইটিপি স্থাপন ও পরিচালনা, জেডএলডি বাস্তবায়ন, এসটিপি স্থাপন এবং আইপি ক্যামেরা ব্যবহারের বিষয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
সভায় শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি সঠিকভাবে স্থাপন ও চালু রাখা, জেডএলডি বাস্তবায়নের অগ্রগতি, এসটিপি স্থাপন এবং আইপি ক্যামেরার মাধ্যমে কারখানার পরিবেশ ব্যবস্থাপনা তদারকির বিষয়গুলো তুলে ধরা হয়। পরিবেশ আইন ও বিধিমালা মেনে শিল্প পরিচালনার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ সময় শিল্প উদ্যোক্তাদের পরিবেশবান্ধব কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় গণভোট ২০২৬ এ পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিল্পকারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





























