
নীলফামারী প্রতিনিধি,
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নীলফামারী জেলার শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। “তরুণ সহযোগী সংগঠন নীলফামারী” (TSSN) শীতবস্ত্র বিতরণ করেছে। এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
নীলফামারী জেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, তরুণ সহযোগী সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মোঃ এজাজুল ইসলাম, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- মাধব চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, লাবিব হোসেন, মোর্শেদ আলম অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন।
ডিরেক্টর মোঃ আব্দুল কুদ্দুস বলেন, আমাদের সিঙ্গাপুর প্রবাসী মো: হোসেন রাব্বী ভাইয়ের ও সকলের সহযোগীতায় আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। যদিও শীতকাল আমাদের জন্য আনন্দদায়ক হলেও অনেকের জন্য এটি কষ্টের, বিশেষ করে যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই। তাই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদেরকে নিরাপদ ও সুস্থ রাখা আমাদের মূল উদ্দেশ্য।”





























