
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১২ জুন) দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত আমলে ১৬ আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আগামীকালের বৈঠক নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিজভী আরও বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে। টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত।
বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশইন করছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।







































