
আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আকরাম হোসেন (৩৮)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার আরশেদ আলীর ছেলে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,চৌদিঘি এলাকায় এক্সক্যাভেটর (ভেকু)দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্ত আকরামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।





























