
সাইমা বিভা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ জুলাই বিভাগের প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ২০২২ সালের জুনে যাত্রা শুরু করা এ সমিতি প্রতিবছর ব্যাচভিত্তিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে থাকে।
নতুন কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল হক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এমএসসি’র শিক্ষার্থী মো. ওয়াহিদ শিমুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সারোয়ার সাইফুল্লাহ। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কাওসার, সহ সাংগঠনিক সম্পাদক আফরিদী হাসান শুভ, দপ্তর ও প্রচার সম্পাদক শাকিব আহমেদ, সহ দপ্তর ও প্রচার সম্পাদক সুব্রত রায়, ক্রীড়া সম্পাদক মো. জালাল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক সঞ্জিত জাস্টিন কিস্কু, শিক্ষা, বিজ্ঞান ও সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সাগর, সহ সম্পাদক আল আমিন, সংস্কৃতিক সম্পাদক মো. রয়্যাল হ্যারিসন, সহ সংস্কৃতিক সম্পাদক মুসরাত জাহান, ছাত্রীবিষয়ক সম্পাদক আতিয়া এবং সহ সম্পাদক তাসনুভা তাবাসসুম বর্ষা। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সৌরভ দাস, সাগর হোসেন, লিমন চন্দ্র রায়, শেখ আরাফাত ইসলাম এবং এস. এম. ফারদিন আহমেদ।
কমিটি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে সহ-সভাপতি মো. ওয়াহিদ শিমুল বলেন, “আমাদের সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়—এটি একটি পরিবারের মতো, যেখানে আমরা সবাই একসাথে শারীরিক শিক্ষা ও ক্রীড়া চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।” সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লাহ বলেন, “নিজেকে এই গুরুত্বপূর্ণ মঞ্চে পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। এটি শুধুই সম্মানের নয়, বরং একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা চাই এই সমিতি হবে নেতৃত্ব, স্বাস্থ্য, গবেষণা ও সামাজিক সচেতনতার এক প্রাণকেন্দ্র, যা বিভাগের মর্যাদা ও সম্ভাবনাকে আরও উচ্চতর স্থানে নিয়ে যাবে।”
সমিতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সেমিনার, ওয়ার্কশপ, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ আয়োজন, গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দেওয়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপন এবং সদস্যদের পেশাগত উন্নয়নের সহায়তা প্রদান।
নবনির্বাচিত কমিটি বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে আশা জাগিয়েছে যে, এই সংগঠন ভবিষ্যতে কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, নেতৃত্ব ও মানবিক উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।






































