
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোনো গুজবকে প্রশ্রয় দিবেন না। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। সবাইকে পাশে নিয়ে কাজ করতে চাই, এমনি কথা বলেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। শনিবার বিকালে ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, একাধিকবার জরিপের মাধ্যমে যাচাই-বাছাই করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। কুচক্রী মহল এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে। আশা করি তাদের ব্যাপারে দলের হাই কমান্ড ও কেন্দ্রীয় কমিটি অচিরেই সিদ্ধান্ত নেবেন। আমি আগেও বারংবার বলেছি, দল আমাকে কিছু দিলেও আছি আর না দিলেও আছি। পরিশেষে কোন ধরনের গুজবে কান না দিয়ে সঠিক সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি দৃঢ় আহ্বান জানান। সেইসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচার-প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা সহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ন আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।





























