
ঈদের টানা ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা। ব্যস্ত সড়কগুলোতে নেই গাড়ির চাপ। অনেকটাই শান্ত ও নীরবতায় রাজধানীর এক নতুন রূপ দেখা গেলো এই কদিন। যানজটহীন সড়কে যাতায়াতে খুশি চালক ও যাত্রীরা। ঢাকা একদিন সম্পূর্ণ যানজটমুক্ত হবে এমন প্রত্যাশা রাজধানীবাসীর।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান-বাজারের চিত্র এটি। নেই চিরচেনা যানজট, ফুটপাতে হকারদের কোলাহল, ওভারব্রিজে ব্যস্ত মানুষের ঢল কিংবা তাড়াহুড়ো করে বাসে ওঠার দৃশ্য।
রাজধানীর গণপরিবহন কম থাকায় প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। যানজট কম থাকায় খুশি চালকরা।
স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী।
এক নারী বলেন, ‘রাস্তাঘাট ফাঁকা। এরকম যদি সবসময় থাকে তাহলে আমারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারি।’
মেয়েকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন এমন একজন বললেন, ‘আমরা যারা ঢাকার মানুষ এই সময়টাকে একটু বেশি মজা পাই ঘুরতে।’
একই দৃশ্য রাজধানীর মেট্রোরেলেও। ভিড়ভাট্টা না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
মেট্রোরেলের এক যাত্রী বলেন, ‘আমি শেষ কবে মেট্রোতে সিট পেয়েছি সেটা আমার মনে নেই। আজকে সিট পেয়ে আমার খুব ভালো লাগছে।’
নগরীর নিরাপত্তায় কাজ করছেন আনসার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেকটা অলস সময় পার করলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রস্তুত তার।
ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, ‘ট্রাফিকের শৃঙ্খলা বজায়ে রাখা আমাদের দায়িত্ব। কোনো গাড়ি যেন উল্টা না যেতে পারে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। গাড়ির চাপ হালকা থাকলেও আমাদের ট্রাফিক সদস্যরা আছে।’
কোটি মানুষের পদচারণায় মুখরিত ঢাকাবাসীর দৃষ্টি কেড়েছে স্নিগ্ধ প্রকৃতি। দেখা মিলেছে কলাবতী আর কৃষ্ণচূড়া। রাজধানীর এই নতুন চিত্র দেখে মুগ্ধ নগরবাসী।







































