
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ৯ম পে-স্কেলের দাবীতে সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীগন মানববন্ধন কর্মসূচি করছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণি ঐক্য পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা বিভাগের মো.আবুল কালাম, স্বাস্থ্য বিভাগের মো.শামছু মিয়া, সেলিনা বেগম, মাহমুদ আলী, শাহাবুদ্দিন, পরিমল সরকার প্রমুখ।
এসময় তারা ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।
মানববন্ধন শেষে ঐক্য পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রধান করা হয়।





























