
হঠাৎ করে দিনের তাপমাত্রা কমে যাওয়া ও হিমেল বাতাসের সঙ্গে আজ শনিবার সকাল থেকেই কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে আগামীকাল রোববার থেকে জেঁকে বসতে পারে শীত। থাকতে পারে দু থেকে তিন দিন।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে আজ শনিবার এই তথ্য জানিয়েছেন।
হাফিজুর রহমান বলেন, দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়া এবং এর সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়াতে আজ রাজধানীতে হঠাৎ করে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রভাব কমে আসবে।
হাফিজুর রহমান বলেন, ‘আগামীকাল রোববার থেকে সারা দেশে ফের জেঁকে বসতে পারে শীত। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমবে। ২০ জানুয়ারির দিকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এ পরিস্থিতি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।’
ফেব্রুয়ারিজুড়েই শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানান হাফিজুর রহমান।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।







































