
স্টাফ রিপোর্টার: তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান মানিক তাঁর অসাধারণ কর্মতৎপরতা, সততা,দক্ষতা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অফিসার অব দ্য মান্থ–২০২৫’ নির্বাচিত হয়েছেন। এই সম্মাননা শুধু একটি পদক বা শিরোপা নয়;এটি মেহেদী হাসান মানিকের জনগণের সেবায় অদম্য উৎসাহ ও ন্যায়নিষ্ঠার প্রতীক।দায়িত্ব পালনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তিনি মাঠ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ,শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য উদাহরণ স্থাপন করেছেন। উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন, হাওরের সমস্যা সমাধান এবং জনস্বার্থে সাহসী পদক্ষেপের মাধ্যমে তিনি তাহিরপুর উপজেলাকে জনবান্ধব ও ফলপ্রসূ প্রশাসনের মডেলে পরিণত করেছেন।রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসন আয়োজিত গৌরবময় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নিজ হাতে তাঁকে সম্মাননা তুলে দেন। স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিরা বলেন ইউএনও মো.মেহেদী হাসান মানিক একজন দায়িত্বশীল,উদ্যমী ও দূরদর্শী কর্মকর্তা। তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল,ফলপ্রসূ ও জনগণমুখী হয়েছে। তার সাহসী পদক্ষেপ এবং নিষ্ঠার মাধ্যমে প্রশাসন এখন জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।তার এই সম্মাননা সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন,এই সম্মাননা কেবল ব্যক্তিগত সাফল্য নয়,এটি পুরো উপজেলা প্রশাসনের জন্য এক নতুন প্রেরণা ও উদ্দীপনা এবার,মো.মেহেদী হাসান মানিকের উদ্দীপনা ও সততার গল্প তাহিরপুরের প্রত্যেক নাগরিকের হৃদয়ে প্রশাসনের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে।





























