
সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ভারতের কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "সীমান্তে কোনো অস্বাভাবিকতা নেই। ভারতের মিডিয়াগুলোই বাংলাদেশকে নিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। অন্য কোনো আন্তর্জাতিক মিডিয়ায় এ ধরনের খবর প্রচারিত হচ্ছে না।"
আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "১৯৮৫ সালে প্রথম আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উদযাপন শুরু হয়। বর্তমানে ফায়ার সার্ভিসে ৫৪,৩৪৮ জন স্বেচ্ছাসেবক রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।"
তিনি আরও বলেন, "ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের পাশে দাঁড়ায়। বন্যা, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনস্বীকার্য। সরকারের একার পক্ষে দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়, তাই ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের গুরুত্ব অপরিসীম।"
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, "দারিদ্র্য বিমোচন, শিক্ষা, এবং টেকসই মানব উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য। বড় বড় দুর্ঘটনা ও দুর্যোগে তাদের সাহসী ভূমিকা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।"
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ২২ জন স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।







































