
মোঃ এনামুল হক
তালা, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় শনিবার (২৪শে জানুয়ারী) বিকাল ৩ টায় খেশরা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে হরিহরনগর বাজার ফুটবল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি'র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
এসময় হাবিব তার বক্তব্যে বলেন বিগত দিনে আমি যখন এমপি ছিলাম তখন তালা-কলারোয়ায় অগণিত উন্নয়নমূলক কাজ করেছি। তালায় কপোতাক্ষ নদের উপরে ব্রিজ, তালা হাসপাতালকে ৫০শয্যায় উন্নীতকরণ, পাটকেলঘাটা প্রশাসনিক থানা, রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছি। এবার আপনাদের দাবি তালাকে পৌরসভা, পাটকেলঘাটাকে উপজেলা করতে হবে। ইনশাআল্লাহ আমি কাজের ছেলে, কাজ করতে চাই। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।
তালা উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান হাসিব ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।




























