
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি বেশি হবে। তিনি জোর দিয়ে বলেন, "আমাদের সম্পর্ক নষ্ট হলে তারা আমাদের চেয়ে বেশি সমস্যায় পড়বে।"
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন বলেন, "ভারত একটি বড় দেশ, আর আমরা তার ছোট প্রতিবেশী। ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনীতিক অযথা উত্তেজনা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনে সুবিধা নেওয়া হতে পারে। কিন্তু এই ধরণের কাজ ভালো ফল বয়ে আনবে না।"
তিনি বলেন, "যদি তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তবে এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে পড়বে। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশকে অশান্ত করলে ভারতও শান্তিতে থাকবে না।"
তিনি বলেন, "প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়া উচিত। দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হলে উভয় দেশেই সমস্যা দেখা দেবে। তবে ভারতের ক্ষতি তুলনামূলক বেশি হবে।"
গার্মেন্টস খাতে অসন্তোষ নিয়ে প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, "গার্মেন্টস খাতের বর্তমান সংকটের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শ্রমিকদের ওপর দোষ চাপালে হবে না। অনেক কারখানার মালিক ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়ে পলাতক হয়েছেন। এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"
নদী রক্ষা এবং দূষণ প্রতিরোধে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, "নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এগুলো উচ্ছেদ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়। তবে আমরা জনগণের স্বার্থে সঠিক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।"
বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শনকালে তিনি জানান, সময়মতো কাজ শেষ করতে বাধা দূর করা জরুরি। তিনি বলেন, "আমাদের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরণের বাধা মেনে নেওয়া হবে না।"
শীতলক্ষ্যার তীরবর্তী মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ না করে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ছাউনি নির্মাণ করা হবে। কোনোভাবেই তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না।"
এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএ'র পরিচালক আরিফ উদ্দিন, চীফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।
































