
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে দিনভর তিনি চট্টগ্রাম-১৩ আসনের অন্তর্গত তৈলারদ্বীপ, বরুমচড়া, ঝিওরী, শোলকাটা ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
গণসংযোগকালে মাওলানা এস এম শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সভাপতি আহমদ নুর আলকাদেরী, সাবেক ইসলামী ফ্রন্ট নেতা প্রবাসী গোলাম মোস্তফা, বারখাইন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সেক্রেটারি মিজানুল হক, যুগ্ম সম্পাদক জাকের সওদাগর, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, যুবসেনার সভাপতি নুরুল হক, সেক্রেটারি সৈয়দ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, সাবেক কলেজ সভাপতি নঈম উদ্দীন, ছাত্রসেনা বারখাইন ইউনিয়নের সভাপতি আব্দুল মারুফ ও অর্থ সম্পাদক সায়েম উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রসেনার সেক্রেটারি কাজি মাসুদ, কাজী আব্দু রহিম, সাবেক সভাপতি শাহেদ উদ্দীন, যুবনেতা মো. সোহেল, মোরশেদ উদ্দীন, মঈন উদ্দীন শুভ, মাহবুবুর রহমান, বেলাল উদ্দীন, আবুল ফয়েজ, তারিমসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




























