
জামালগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন— সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক এবং দিনাজপুরের বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রহমান মামুন।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিষ্কৃত নেতারা আবেদন করলে তা বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা গেছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
এবিষয়ে জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন,
“দলের সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে দলের নীতি ও আদর্শের প্রতি আরও বেশি নিষ্ঠাবান থেকে সাংগঠনিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং যুবদলকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।





























