
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, সংস্কারগুলো সাধন না করে নির্বাচন অতীতের মতোই হবে। তিনি বলেন, অতীতের মতো আরেকটি খারাপ নির্বাচন চাই না।
ইউরোপীয় ইউনিয়ন সফর শেষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক প্রেস মিটিংয়ে এ কথা বলেন তিনি।
ড.শফিকুর বলেন, আমরা এই মানসিকতা বের হতে চাই যে, ‘নির্বাচনে আমি হেরে গেলাম তো নির্বাচন সুষ্ঠু হয় নি’।
তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়টি আমরা জনগণের ওপর ছেড়ে দিই। তারা অতীত দেখবে, তাদের পছন্দমতো দল বাছাই করবে।







































