
মামুন শেখ রুপসাঃ ১৯৯৬ সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে "জাতীয় শিশু দিবস" হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারিভাবে 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালিত হয়ে আসছে এবং সেজন্য এই দিনটিকে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপসা উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন বন্ধু একটি জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাঙালি পিছিয়ে পড়া জাতি নয়, বিশ্বের মাঝে বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকী, থানা অফিসার ইনচার্জ মো:শওকত কবির। এছাড়াআরো উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন,রূপসা থানা,রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।





























