
দীর্ঘ ১৪ বছর পর দেশে ফিরেলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে একটি ফ্লাইটে সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
বিমানবন্দ থেকে বেড়িয়ে আসলে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা তকে স্বাগত জানান। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ বাড়ি মৌলভীবাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে তাকে সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মুক্তিযোদ্ধা চত্বরের পাশে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মোক্তাদির রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ আহাদের সঞ্চালনায় অন্যান্যের মধে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ১নং খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুপ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক গাজী জাবেদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মনছুর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, ইউপি যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ জুয়েল, সেজিম আহমেদ প্রমুখ।
আলোকিত সকাল/এসআর/ মোঃ ফাহাদ আহমদ







































