
ঢাকার মুগদা থানার মানিক নগর এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মানিক নগর ওয়াসা রোড দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে ঘটনাটি ঘটে।
গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মুগদা হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ।
ওই নারীকে উদ্ধারকরে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মেজবাহ জানিয়েছেন, নিহত সুমি আক্তার মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি সংসার করার ফাকে বাহিরে টিউশনি করাতেন।
তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মানিকনগর ওয়াসা রোড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”







































