
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১। গত ৯ মার্চ বিকেলে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ী বাজারের পাশে শহীদুল ইসলাম ও তার সহযোগীরা জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র একই এলাকার সাহাদত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬) কে ছুড়িকাঘাত করে হত্যা করে । এঘটনায় নিহতের বাবা বাদী হয়েছে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা মামলার প্রধান আসামী শহীদুল ইসলাম (৪৫) ও তার ছেলে এছানুল হক (২৪)কে রাজধানীর আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে ।র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী শহীদুল ইসলাম ও তার ছেলে এছানুল হককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, জমি সক্রান্ত বিরোধ ও পাওনা টাকা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে ছুড়িকাঘাত করে হত্যা করা হয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, র্যাবের ওই কর্মকর্তা ।





























