
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা), ভানুয়া, গাজীপুর এর শিশুদেরকে সাথে নিয়ে ইফতার করেছেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মহোদয়। কেককাটা শেষে মিষ্টি বিতরণ করা হয়।প্রসঙ্গত উল্লেখ্য যে, পিতৃ-মাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ১৮ বছর পর্যন্ত ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ ও উপর্যুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানুয়া, গাজীপুরের সরকারি শিশু পরিবার পরিচালনা করা হয়।





























