
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে রাতদিন প্রতিটি গ্রাম-গঞ্জে জনমত গড়ছেন হাওরবন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও,ধানের শীষের পক্ষে সভা-সমাবেশ ও উঠান বৈঠকে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক নিঃশব্দ প্রতিশ্রুতি জাগিয়ে তুলেছেন। বিএনপির দুর্দিনে ছায়াসঙ্গী হিসেবে কাজ করার কারণে সুনামগঞ্জ-১ এর সাধারণ মানুষ এখন তাকে আরও বেশি জনপ্রিয় নেতারূপে দেখছেন।
শুক্রবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারপারের মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে মানুষের ঢল নামে।প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন:আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতেই এসেছি,ধানের শীষের পক্ষে জনমত গড়তেই এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত করেছে,তবে আমি বিশ্বাস করি সুনামগঞ্জ-১ এর জনগণ আমার পাশে রয়েছে এবং দল আমাকে পুনর্মূল্যায়ন করবে।
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া (সভাপতিত্বে),উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন,বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলম,উপজেলা আহবায়ক কমিটির সদস্য চান মিয়া মাস্টার এবং ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।
উঠান বৈঠকের এই সমাগম প্রমাণ করল হাওরের মানুষের মধ্যে ধানের শীষের প্রতি অগাধ আস্থা ও উচ্ছ্বাস এখন দৃশ্যমান।





























