
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে রাজধানী যাত্রাবাড়ি থানাধীন ৪৮ ও ৪৯ নং ওয়ার্ডের আংশিক এলাকা নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন "মানুষের পাশে মানুষ ,মানুষের জন্য মানবতা"।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ধলপুর বউ বাজার এলাকা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধলপুর কমিউনিটি সেন্টারে অবস্থিত শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদদের স্বরনে দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত বিজয় র্যালিতে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের আহ্বায়ক মো: জিয়াউল হক জুনু বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই স্বাধীন বাংলাদেশ প্রথম বিজয় দিবস পালিত হচ্ছে। চব্বিশ এর বিজয় গণমানুষের বিজয় ৭১এর বিজয় থেকে কোন অংশ তার তাৎপর্যতা কম নয়। তাই এই বিজয় র্যালীরতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় আমি আনন্দিত। ভবিষ্যতে এধরণের জাতীয় দিবস গুলোতে দলমত নির্বিশেষে সকল স্থরের মানুষের অংশগ্রহণ কামনা করেন তিনি।







































