
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে এতিম শিশুদের সাথে ইফতার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হাছিবা খান।
আজ (১৭ই মার্চ)রবিবার উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর সরকারি শিশু পরিবারের (বালক) ৬৮জন এতিম শিশুদের নিয়ে ইফতার করেন তিনি।
এসময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন ও শিশুদের খোঁজ খবর নেন।
এছাড়াও ইফতারের পূর্বে তিনি শিশুদের খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) হাছিবা খান বলেন, সমাজে অনেক শিশু রয়েছেন যারা সুবিধা বঞ্চিত। তারা হয়তো অনেকেই ঝড়ে পড়ছে শিক্ষার আলো থেকে। এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে। শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার করে নতুন উপলব্ধি হয়েছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে।





























