
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে অনুমোদনহীন খাবার জাত পণ্য বাজারজাত করায় আর কে এন্টারপ্রাইজকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলার কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।
এ সময় বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ না করে খাবার জাত পন্য বাজার জাত করায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারা লঙ্ঘন এর দায়ে ২৭ ধারায় আর কে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ ও মুরাদনগর থানা পুলিশ।





























