
সঞ্জয় চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ অঙ্গসংগঠনের প্রতিনিধিগন ।
এই উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টায় এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন।পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউর কাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুর উদ্দিন রাশেদ,সমাজ সেবা অফিসার লুৎফন নেচ্ছা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচাপা প্রমুখ। অন্য দিকে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব এশিয়ান টিভির হেড অফ নিউজ, মামুন আবদুল্লা মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপাধ্যক্ষ, মোঃ মুসা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক, কিশোয়ার মোহাম্মদ বেদারুল আলম। এতে আরো বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, বলরাম ভৌমিক। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ।







































