
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে খারাপ করেছে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডের পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। এতে এই তথ্য পাওয়া গেছে।
এবার ৯টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।







































